আজিজুল হক কলেজে ছাত্রলীগ কর্মী খুন

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬ , ০৭:০৮ পিএম


আজিজুল হক কলেজে ছাত্রলীগ কর্মী খুন

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে স্থানীয়দের সঙ্গে ছাত্রদের বাগবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত  হয়েছেন আরেকজন।নিহতের নাম  ইবরাহিম হোসেন। 

বিজ্ঞাপন

জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ীতে কলেজের পুরাতন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইবরাহিম সবুজ কাহালু উপজেলার লাহাড়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে। তিনি বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। ইবরাহিম ছাত্রলীগের কর্মী বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুল রাজ্জাক তিতাস।

বিজ্ঞাপন

আহত শিবলুকে (২৫) শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ফুলবাড়ী এলাকার শেখ মতিনের ছেলে।

এ ঘটনার পর ইবরাহিমের মরদেহ নিয়ে বগুড়া শহরে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা শহরের জিরো পয়েন্ট এলাকা প্রায় ১ঘণ্টা অবরোধ করে  বেশ কিছু গাড়ি ভাঙচুর করে।

বগুড়ার সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রিকশা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

আরএইচ/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission